Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, জুন ২০২২ | ১৫ আষাঢ় ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

বন্দুক রেখে টাকা গুনতে গিয়ে সব হারাল ডাকাত, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview


চোর নয় একে বলা যায় ডাকাতের ওপর বাটপাড়ি। হোটেলের ক্যাশবাক্স লুট করতে আসে বন্দুকধারী ডাকাত। তার বন্দুক নিয়েই তাকে তাড়ালেন রিসেপশনিস্ট নারী।

জি নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি হোটেলে এ ঘটনা ঘটে। হোটেল লবির সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়ে।

পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে অনেকেই ওই নারীর উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেছেন।

জানা যায়, মাঝরাতে হোটেলের লবিতে একাই রিসেপশনে বসেছিলেন মধ্যবয়স্কা এক নারী। স্বাভাবিকভাবেই তখন মানুষের আনাগোনা কম ছিল। তখন মুখে কাপড় বেঁধে রিভলবার হাতে হানা দেয় এক ডাকাত।

এতে ঘাবড়ে গিয়ে ক্যাশবাক্স খুলে টাকা বার করে দিলেন ওই রিসেপশনিস্ট। ডাকাতও তড়িঘড়ি করে টাকা ক্যারিব্যাগে ভরতে শুরু করে।

এদিকে ব্যাগে টাকা ভরার সময় নোটের কয়েকটা বান্ডিল নিচে পড়ে যায়। সেই বান্ডিল কুড়াতে গিয়ে কাউন্টারে বন্দুক রেখে দেয় ডাকাতটি। আর সেই সুযোগেই বন্দুকটি হাতিয়ে নেন ওই নারী এবং ডাকাতের দিকে বন্দুক তাক করে ধরেন। আর তাতেই প্রাণের ভয়ে পালিয়ে যায় ডাকাত।

এদিকে ভিডিও ফুটেজটি ফেসবুকে পোস্ট করে স্থানীয় প্রশাসন। পর দিনই ওই ব্যক্তি গ্রেপ্তার হয়।

Bootstrap Image Preview