Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপরিচিত ব্যক্তিকে কিডনি দান, প্রয়োজনে লিভারও দিতে রাজি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০০ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আমেরিকার পিটসবার্গে অপরিচিত এক ব্যক্তিকে নিজের কিডনি দান করে আলোড়ন সৃষ্টি করেছেন জন পটার নামের এক মার্কিন নাগরিক।

মাইকেল মোর নামক এক ব্যক্তিকে কিডনি দান করেন তিনি। ১৩ আগস্ট তাদের সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে দুইজনে সুস্থ আছে বলে জানা যায়।

পটারের মতে, একটি কিডনি নিয়েই সুস্থভাবে বাঁচা যায়। এই কারণেই তিনি নিজের একটি কিডনি দান করে দিয়েছেন।

হস্তশিল্পের কাজ করতেন পটার। মানুষদের সাহায্য করার জন্য তিনি বাসার কাজ থেকে শুরু করে, পিৎজা ডেলিভারি সহ সব সব ধরনের কাজ করে থাকেন।

আমেরিকার এক সংবাদ মাধ্যমকে পটার জানান, প্রয়োজনে তিনি লিভারের একটি অংশ দিয়ে দিতেও রাজি।

নিদেন ক্লব নামের পটারের এক বন্ধু বলেন, ‘পটার সহজ সরল এক মানুষ। সমস্যায় পড়া মানুষকে সাহায্য করতে সে এগিয়ে যায়। অন্যের আনন্দে সে আনন্দিত হয়।

পটার এখন তার শহরের সুপারহিরো হিসেবে খ্যাত। টুইটারে অনেকে তার সাহায্যের গুণগানের কথাও লিখছেন।’

মূলত ২০১৫ সালে পটারের কাছে এক নারী সাহায্য চান। কিন্তু তিনি সাহায্য করতে অস্বীকার জানাই। এই অনুশোচনা বোধ থেকেই তিনি এই সাহায্যের কাজে নিয়োজিত বলে জানান নিদেন।

Bootstrap Image Preview