Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জের শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ সেপ্টেম্বর,বুধবার বেলা ১২ টায় গণভবন থেকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

এ সময় বিদ্যুৎ বিভাগের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, নোয়াখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা পুষ্পেন্দু বড়ুয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র আবুল খায়ের, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান প্রমূখ।

Bootstrap Image Preview