Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধাসহ উত্তরের ৪ জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview


গাইবান্ধায় বন্যার পানির নিচে রেললাইন ডুবে যাওয়ায় ঢাকার সঙ্গে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও লালমনিহাটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধার রেল স্টেশন মাস্টার আবুল কাশেম।

তিনি জানান, গাইবান্ধার বাদিয়াখালি এলাকায় রেললাইনে বন্যার পানি ওঠায় স্লিপার, মাটি ও পাথর সরে যাওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই বেলা সাড়ে ১১টা থেকে ট্রেন চালাচল বন্ধ রেখেছেন তারা।

গাইবান্ধার রেললাইন রক্ষণাবেক্ষণ কর্মী (মেস্ট) মো. মুকবুল হোসেন বলেন, বাদিয়াখালি রেলস্টেশন থেকে তীরমোহনী রেলস্টেশন পর্যন্ত ৬ কিলোমিটার রেললাইনের ওপর দিয়ে বন্যার পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। চার থেকে ছয় ইঞ্চি ওপর দিয়ে এই পানি তীব্র বেগে প্রবাহিত হচ্ছে।

এর ফলে কিছু কিছু জায়গায় রেল লাইনের নিচের মাটি, পাথর ও স্লিপার ধ্বসে গেছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, আজ বুধবার ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১৪৩ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

Bootstrap Image Preview