Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হজ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ১১:০৩ AM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ১১:০৩ AM

bdmorning Image Preview


সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বেগম তাহমিনা নাসরিন (৪৮) নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর – বি এন (০২৭৪৭২২)।

সোমবার (১৫ জুলাই) সৌদি আরবের মক্কা নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই হজযাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

তিনি আরো জানান, এ নিয়ে মক্কায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৪৫টি ফ্লাইটে মোট ৫৩ হাজার ২৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৬৪৯ জন সেখানে পৌঁছান।

Bootstrap Image Preview