Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জলঢাকায় পিকআপের ধাক্কায় এনজিও কর্মী নিহত

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নীলফামারীর জলঢাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোজাফফর আলী (৩৪) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী রুবী বেগম ভাগ্যক্রমে বেঁচে যায়। 

শনিবার (৬ জুলাই) শেষ বিকেলের দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার রাজারহাট হাফিজিয়া মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত মোজাফফর আলী ডোমার উপজেলা চিকনমাটি সবুজপাড়া গ্রামের মফেল উদ্দীনের ছেলে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা স্বনির্ভর বাংলাদেশের মাঠ কর্মী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোজাফফর আলী তার স্ত্রী রুবী বেগমকে সাথে নিয়ে নিজ মোটরসাইকেল যোগে জলঢাকা থেকে নীলফামারী শহরের যাচ্ছিলেন।

এ সময় উক্ত স্থানে পোঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোজাফফর আলী নিহত হন।

একই সময় স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, চালক পালিয়ে গেলেও পিকআপ আটক করে থানায় নেয়া হয়েছে।

Bootstrap Image Preview