Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে আ’লীগ কার্যালয়ে ভাংচুর: আহত ৪

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুপ্ত নেতাকর্মীরা দলীয় কার্যালয় ভাংচুর করেছে। এ সময় দুই গ্রুপের সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ৪জন আহত হয়েছে। 

শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাড. মতিয়ার রহমানের ভাতিজা এরশাদ হোসেন জাহাঙ্গীরকে আহবায়ক করে সদর উপজেলার একটি কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি।

ওই কমিটি অনুমোদন হওয়ায় সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণের আয়োজন করেন জাহাঙ্গীর অনুসারী নেতাকর্মীরা।

এ সময় নবগঠিত আহবায়ক কমিটি’র বিরোধীতা করে দলীয় কার্যালয়ে বিক্ষুপ্ত হয়ে উঠেন আওয়ামীলীগসহ যুবলীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী। ফলে উভয় গ্রুপের মধ্যে সংর্ঘষ বাঁধে।

এ সময় বিক্ষুপ্ত নেতা-কর্মীরা দলীয় কার্যালয় ভাংচুর করেন। সংর্ঘষে উভয় পক্ষে অন্তত ৪ জন নেতা-কর্মী আহত হয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর করেছে বিক্ষুপ্ত নেতা-কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Bootstrap Image Preview