Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আশুড়ার বিলে ক্রস ড্যাম নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক আশুড়ার বিলে ক্রস ড্যাম নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার গোলাপগঞ্জ ই্উনিয়ের হরিপুর(বাঁশটেক) নামক স্থানে আশুড়ার বিলের ধারে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর আয়োজনে ওই মানব বন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে গোলাপগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউ,পি সদস্য রফিকুল ইসলাম তার বক্তব্যে জানান,

ওই এলাকার মানুষের পূর্ব পুরুষেরা কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে নদী ভাঙনের কারণে সর্বস্ব হারিয়ে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এলাকায় এসে বসবাস শুরু করে।

এরপর তারা আশুড়ার বিলের ধারের জমি চাষাবাদ করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বাস করে আসছে। তারা ওই সব চাষাবাদকৃত জমি এস এ রেকর্ড ও পত্তনমূলে মালিকও হয়েছে। ওই জমিই তাদের একমাত্র রুটি রুজির পথ। তাদের ওই জমিগুলোর খাজনাদি নেয়া হলেও বেশ কয়েক বছর ধরে সরকার খাজনা নেয়া স্থগিত রখেছে।

এর মধ্যে গত ২২ জুন ওই বিলে পূর্ব প্রান্তে সরকারিভাবে ক্রস ড্যাম নির্মাণকাজ শুরু করা হয়েছে। ওই ক্রস ড্যাম নির্মাণ করা হলে বিলে পানি জমে থাকার কারণে তাদের জমিগুলোও পানিতে ডুবে থাকবে ফলে ৬০০ একর জমিতে ধান চাষ করা সম্ভব হবে না।

আর ধান চাষ করতে না পারলে ওই এলাকার প্রায় ৬ হাজার পরিবার তাদের সদস্যদের নিয়ে দূর্ভোগের শিকার হবে। তাই ৬ হাজার পরিবারের সদস্যদের জীবন জীবিকা রক্ষায় ওই ক্রস ড্যাম নির্মাণকাজ বন্ধের দাবি জানাচ্ছে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রোস্তম আলী জমির সরকার আসাদুল হক প্রমুখ।

এ ব্যাপারে হরিপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে আসাদুল হক গত ১ জুলাই এলাকাবাসীর পক্ষে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর একটি আবেদনও করেছে বলে জানায়।

Bootstrap Image Preview