Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে ২০ মুক্তিযোদ্ধাকে অনুদান প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৭:৫৩ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview


কুড়িগ্রামের বিভিন্ন রোগে আক্রান্ত ২০ মুক্তিযোদ্ধাকে চিকিৎসা ব্যয় বাবদ দেড় লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সুলতানা পারভীন আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন।

চেক প্রদান অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সদর ইউএনও নিলুফা ইয়াসমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, সাংবাদিক শাহাবুদ্দিন, হুমায়ুন কবির সূর্য্য, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ‘মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক অনুদান কমিটি’ গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০জনকে বাছাই করে তাদেরকে অর্থ সহায়তা হিসেবে নগদ এ চেক বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Bootstrap Image Preview