Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অল্পের জন্য বাঘের থাবা থেকে প্রাণে বাঁচলেন ২ বনকর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০১:০৯ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০১:০৯ PM

bdmorning Image Preview


প্রতিদিনের মতো বনের ভেতর দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন বন দপ্তরের দুই কর্মী। কিন্তু হঠাৎ বনের ভেতরে থেকে বেরিয়ে এলো বাঘ। এরপর এটি দ্রুতগতিতে মোটরসাইকেলের পেছনে তাড়া করতে থাকে। সম্প্রতি ভয়ঙ্কর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার মুথাঙ্গা অভয়ারণ্যে। ভিডিওটি বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটির ফেসবুক পেজে প্রকাশ করার পর সেটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, মোটরসাইকেল করে বনের ভেতর দিয়ে বেশ দ্রুতগতিতেই যাচ্ছেন আরোহীরা। এমন সময়ে দ্রুতগতিতে একটি বাঘ বন থেকে বেরিয়ে মোটরসাইকলেটির পেছনে ধাওয়া করে। তবে মোটরসাইকেলটি  দ্রুতগতিতে যাওয়ায় বাঘটি আবার দ্রুত বনে চলে যায়। পুরো ঘটনাই বাইকের পেছনে বসে নিজের মুঠোফোনে ভিডিও করেছেন বন দপ্তরের এক কর্মী।

ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বাঘটি যদি ওই দুই বনকর্মীকে ধরে ফেলতো-সেটি ভেবেই অনেকে শিউরে উঠছেন। তবে এমন বিপদের মুখেও যেভাবে ভিডিও করেছেন ওই বন দপ্তরের কর্মী, তার প্রশংসা বেশ ভালোভাবেই চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়েই চলে বাঘ। এভাবে মোটরসাইকেলের পেছনে তাড়া করার একাধিক কারণ থাকতে পারে। সাধারণত, প্রজননের সময়ে হিংস্র হয়ে যায় বাঘ। আবার বয়সজনিত বা অন্য কোনো কারণে দুর্বল হয়ে পড়লে বাঘ হরিণ বা অন্যান্য দ্রুতগতির জন্তু শিকার করতে পারে না। সে ক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ শিকার হিসেবে মানুষকে বেছে নেয় বাঘ।

এ ছাড়া কোনো কারণে সন্তানদের বিপদের আশঙ্কা করলেও মানুষকে আক্রমণ করতে পারে মা বাঘ, বলেন বিশেষজ্ঞরা।

Bootstrap Image Preview