Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৪০, আহত ৬৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৭:২৪ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও আরও ৬৮ জন আহত হয়েছেন। 

সোমবার (১ জুলাই) সকালের দিকে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। 

নিহতদের মধ্যে ৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৩৪ জন বেসামরিক নাগরিক। আরও কমপক্ষে ৬৮ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান কাবুলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা।

দেশটির নিরাপত্তাবাহিনীর সূত্রগুলো বলছে, কাবুলের পুলি মাহমুদ খান এলাকায় দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর ও সরকারি ভবনের সামনে বিস্ফোরক বোঝাই একটি মিনিবাসের বিস্ফোরণ ঘটেছে। ওই সময় সড়কে ব্যাপক জনসমাগম ছিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, শক্তিশালী বিস্ফোরণের পর বন্দুকধারীরা একটি ভবনে প্রবেশ করে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

এ ঘটনার পরপরই ওই এলাকাটি ঘিরে ফেলে সেখানে প্রবেশের সবগুলো পথ বন্ধ করে দেয় বিশেষ বাহিনীগুলো। ঘটনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরও সেখান থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছে রয়টার্স।

বিস্ফোরণের পর জঙ্গিগোষ্ঠী তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ আনসারি এক বিবৃতিতে কাবুলে হামলার দায় স্বীকার করেন। তিনি বলেছেন, তালেবানের যোদ্ধারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশল ও অস্ত্র সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে।

এদিকে, কাতারের দোহায় আফগানিস্তানে ১৮ বছর ধরে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা চলছিল। এর মাঝেই এমন ভয়াবহ হামালাটি চালানো হলো।

 

 

Bootstrap Image Preview