Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেবীগঞ্জে ভোটার তালিকায় নাম না থাকায় ক্ষিপ্ত এলাকাবাসি

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ১০:৩৭ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ১০:৩৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পঞ্চগড়ের নবগঠিত দেবীগঞ্জ পৌরসভার চুড়ান্ত ভোটার তালিকায় পৌরসভায় বসবাসকারী অনেকের নাম না থাকায় সচেতন নাগরিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

পৌরসভার কলেজপাড়া নিবাসী মাসুদ পারভেজ বলেন, আমরা নিয়মিত সংসদ ও উপজেলা নির্বাচনে ভোট প্রদান করি এবং অনেকেই পৌরসভার প্রায় মধ্যে বসবাস করেও চুড়ান্ত ভোটার তালিকায় আমাদের অনেকের নাম নেই।

অথচ আমরা পৌরসভার খাজনা/কর নিয়মিত প্রদান করে আসছি। আমরা আরও জানতে পারি যে অনেক বহিরাগতদেরও নতুন ভোটার তালিকায় কয়েকটি ওয়ার্ডে ভোটার হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৩১/০১/২০১৮ ইং তারিখের চুড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ৮০০০ জন প্রায়। কিন্তু আমাদের হিসাব মতে এই সংখ্যা নূন্যতম ১১০০০ এর নিচে নয়।

উদাহারণস্বরুপ ৮ নং কলেজপাড়ায় মোট ভোটার ছিলো প্রায় ১৬০০ জন, নতুন তালিকা মোতাবেক এই সংখ্যা মাত্র ৩৭০ জন যা অত্যন্ত হাস্যকর। ৯ নং নতুন বন্দরে সর্বমোট ভোটার ১৩০০ জন এর বেশি কিন্তু তালিকায় আছে প্রায় ৮৫০ জন তার মধ্যে ৬৫০ জন মহিলা পুরুষের সংখ্যা প্রায় ২০০ জন। এটাও হাস্যকর।

উপরোক্ত অনিয়ম প্রায় সকল ওয়ার্ডে কম বেশি প্রযোজ্য। আবার ৪নং কাচাড়ীপাড়া এবং ৫নং সবুজ পাড়ায় ভোটার সংখ্যাও প্রকৃত সংখ্যার থেকে অনেক বেশি দেখানো হয়েছে। এমন অবস্থায় প্রতিটি ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকার সংযোজন ও বিয়োজন জরুরি হয়ে পড়েছে।

এদিকে, বাদ পড়া প্রায় ৫০০ ভোটার বৃহস্পতিবার দুপুর ১২ টায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রত্যয় হাসান এর নিকট সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠুভাবে ভোটার তালিকা প্রণয়ন করার দাবি জানায়।

এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রত্যয় হাসান তাদের অভিযোগ শুনে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Bootstrap Image Preview