Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে জমি নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ১৮

লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০৬:৫০ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


লালমনিরহাটের হাতীবান্ধায় পৈত্রিক সুত্রে পাওয়া জমি ভাগাভাগি নিয়ে চাচা-ভাতিজার দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে ওই উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া ১ শত ৩৫ শতক জমি ভাগাভাগি নিয়ে কেরামত আলীর পুত্র আব্দুল হাইয়ের সাথে তার ভাতিজা আবুল হোসেনের বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন।

তারা আরও জানান, সোমবার (২৪ জুন) সকালে চাচা আব্দুল হাইয়ের দখলে থাকা জমি দখলে নিতে যায় ভাতিজা আবুল হোসেন ও তার লোকজন। এ সময় চাচা-ভাতিজার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে আব্দুল হাই, রবিউল, যাদু মিয়া, এরশাদ আলী, মোন্নাফ ও মাসুদসহ উভয় পক্ষে অন্তত ১৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে আব্দুল হাই, মোন্নাফ ও রবিউলকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Bootstrap Image Preview