Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি  
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামে যৌতুকের জের ধরে ফারজানা বেগম নামে এক গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (১৭ জুন) রাতে এই ঘটনা ঘটে। স্বামী রফিুকল আকন ও শ্বশুর বাড়ীর লোকজন পলাতক রয়েছে। পুলিশ ওই রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।

নিহতের চাচা সানু মৃধা জানান, দীর্ঘ দিন থেকে যৌতুক নিয়ে স্বামী রফিকুল আকন ও স্ত্রী ফারজানার সাথে কলহ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ১৬ জুন স্ত্রীর পিত্রালয়ে বসে ৫০ হাজার টাকার জন্য স্ত্রী ও তার পরিবারের সাথে বাকবিতণ্ডা হয় স্বামী রফিকুলের।

একপর্যায় রফিক ক্ষুব্ধ হয়ে ফারজানাকে নিয়ে নিজের বাড়ী পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়াতে চলে আসে। ওই বাকবিতন্ডার জেরে পুনরায় সোমবার রাতে ফারজানার সাথে তার স্বামী রফিকের ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে ফারজানাকে মারধোর করে রফিক। পরে স্থানীয় গ্রাম পুলিশ রুহুল আমিন ফারজানার পরিবারকে জানায় ফারজানা বেচে নাই।  পরে পুলিশ ফারজানার মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। 

নিহত ফারজানার বাবার বাড়ী বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গলায় আঘাতের চিহ্নে বোঝা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ফারজানাকে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

 

Bootstrap Image Preview