Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জমি নিয়ে সংঘর্ষ, বাবাকে বাঁচাতে গিয়ে স্কুলছাত্রী নিহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০৮:৪৩ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০৮:৪৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষের ফলে লাকী খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের বাবা-মাসহ তিনজন।

সোমবার (১৭ জুন) সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শীবেরকুটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী লাকী খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাঘাট ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য দুলালী বেগমের স্বামী একরামুল হক একরার সঙ্গে প্রতিবেশী নিহত লাকীর বাবা নজরুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সেই জমি নিয়ে আদালতে একাধিক মামলাও বিচারাধিন রয়েছে। এরই জের ধরে সোমবার সকালে কিছু ভাড়াটে লোক নিয়ে সেই জমি দখল করতে যান একরামুল হক একরা।

এ সময় জমি দখলে বাধা দিলে নজরুল ইসলামের ওপর হামলা চালায় একরামুলের লোকজন। বাবা নজরুলকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন স্কুলছাত্রী লাকী, তার মা কুলসুম বেগম (৩৯) ও ফুফু সমর্থ বানু (৪০)।

পরবর্তীতে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা লাকীকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর থানা পুলিশ সন্দেহজনক ৬ জনকে আটক করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Bootstrap Image Preview