Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জর্ডান ফেরত নারীকে ধর্ষণ মামলায় চালক ও হেলপার ৩ দিনের রিমান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ১৬ জুন ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মানিকগঞ্জের ঘিওরে জর্ডান ফেরত নারীকে ধর্ষণের চেষ্টা মামলায় বাসের চালক ও হেলপারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান।

রবিবার (১৭ জুন) জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে বাসের চালক নায়েব আলী ও হেলপার সোহাগকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৮ নম্বর আদালতে তোলা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে তাদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, জর্ডান থেকে ওই নারী শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন।  সেখান থেকে বাসে করে তিনি মানিকগঞ্জে যান  এবং স্বপ্ন পরিবহনের একটি বাসে ঘিওরের উদ্দেশে রওনা দেন। ওই বাসের চালক নায়েব আলী ও হেলপার সোহাগ কৌশলে অন্যান্য যাত্রীদেরকে পথের বিভিন্ন স্থানে নামিয়ে দেয়। পরে ঘিওরে পয়লা এলাকায় আসার পর ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে তারা।  বিদেশ ফেরত এই নারী তখন কৌশলে বাস থেকে লাফ দেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ রাতে অভিযান চালিয়ে  বাসটিসহ চালক ও হেলপারকে আটক করে।

Bootstrap Image Preview