Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে দুস্থদের জন্য ৫৩টি ঘর নির্মান কাজের উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ০৭:৫৭ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ০৭:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গাজীপুরের কালীগঞ্জে ‘গৃহহীন থাকবেনা দেশের একটি মানুষও’ ম্লোগানে প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে মুক্তিযোদ্ধা, দুস্থ ও হত-দরিদ্রদের মধ্যে ৫৩টি ঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এ নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক।

জানা গেছে, দেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা বলে প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে মুক্তিযোদ্ধা, দুস্থ ও হত-দরিদ্রদের মধ্যে বিতরণের কর্মসূচি হিসেবে নির্মান কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য হবে সাড়ে ১৬ ফুট আর প্রস্থ সাড়ে ১৫ ফুট। বারান্দা ও টয়লেটসহ চৌচালার এই ঘরের নির্মান ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ টাকা।

উপজেলার কালীগঞ্জ পৌরসভা, নাগরী, তুমলিয়া, বক্তারপুর, মোক্তারপুর, জামালপুর, জাঙ্গালীয়া ও বাহাদুরসাদী ইউনিয়নের ৫৩ জন মুক্তিযোদ্ধা, দুস্থ ও হত-দরিদ্রদের মধ্যে এ ঘর বিতরণ করা হবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নিলুফা নামের এক দুস্থ নারীকে ঘর নির্মান কাজে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে শুরু হয় ৫৩টি ঘর নিমাণের কর্মসূচী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা তিরান হোসেন ও কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

Bootstrap Image Preview