Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদ্রিদে খুলনা বিভাগীয় কল্যান সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কবির আল মাহমুদ, স্পেন
প্রকাশিত: ১০ জুন ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ১০ জুন ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


স্পেনের রাজধানী মাদ্রিদের পিরামিড পার্কে স্পেনে নব গঠিত বৃহত্তর খুলনা বিভাগীয় কল্যান সমিতির উদ্যোগে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৯ জুন) শতাধিক প্রবাসীর অংশগ্রহণে পরিবার-পরিজন নিয়ে ঈদ পুনর্মিলনী আয়োজনে বাংলাদেশের প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম।

এছাড়াও কামরুল হাসান ও মোঃ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া।

প্রধান অতিথি কাজী এনায়েতুল করিম তারেক সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং নব গঠিত বৃহত্তর খুলনা বিভাগীয় কল্যান সমিতির কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি সবাইকে এক ও অভিন্ন থেকে স্ব স্ব অবস্থান থেকে দেশ ও নিজেদের উন্নয়নে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এমন একটি মিলনমেলা আয়োজন করায় তিনি সংগঠনের নেতাদের ধন্যবাদ জানান। এছাড়াও তিনি আরো বলেন, এমন ঈদ পুনর্মিলন আমাদের সকল প্রবাসীদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। আমরা যেন প্রবাসে থেকেও দেশের জন্য ভালো কিছু করতে পারি এবং দেশকে আরো ভালবাসতেপারি।

সংগঠনের সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম তার বক্তব্যে এই আয়োজনে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এসময় ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানে আরও উপস্থিন ছিলেন, বৃহত্তর খুলনা বিভাগীয় কল্যান সমিতির রফিকুল ইসলাম, হাফেজ জহির আহমদ, তরিকুল ইসলাম, মোঃ টিটন বিশ্বাস, মোঃ টিটু, বাপ্পি রহমান, মোঃ রফিক, জুলহাস উদ্দিন, মোঃ সেলিম, মোঃ হাসান, মোঃ শান্টু, মোঃ শামীম, হুমায়ূন কবির, কামরুল ফরাজী, মোঃ আনোয়ার, হাদী মুন্সি, মনিরুজ্জামান, শুভ ও রতনসহ মাদ্রিদ প্রবাসী ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকসহ বাংলাদেশি প্রবাসী বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যাহ্নভোজের জন্য দেশি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে পুরুষদের জন্য ছিল হাঁড়িভাঙা খেলা, নারীদের বালিশ খেলা, বাচ্চাদের বেলুন খেলা ও দৌড় প্রতিযোগিতা। পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপস্থিত সকলের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

মন মাতানো এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ মাসুদুর রহমান নাসিম, রবিউল ইসলাম রফিক ও কামরুল ইসলাম।

Bootstrap Image Preview