Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৮:০৭ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৮:০৭ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়নে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।

ঈদ উল ফিতর উপলক্ষে আকচা ইউনিয়নের হতদরিদ্র ১ হাজার ৫শ ৫৮ জনের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে ২৩ হাজার ৩শ ৭০ কেজি চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার জসিম উদ্দীন, আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, আকচা ইউনিয়ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হরি প্রসাদ বর্মন, আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কুলুরাম বর্মন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য প্রথমে হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর দরিদ্র মানুষদের মাঝে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview