Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্পেন বাংলা প্রেসক্লাবের ইফতারে অন্য এক মিলনমেলা

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০২:৪৪ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০২:৪৪ PM

bdmorning Image Preview


স্পেনে বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে। ২৮ মে বার্সেলোনা শহরে চার তারকা চিহ্নিত হোটেল সুনটেল আকুয়ারেয়ার হলরুমে বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটির সম্মানে দেশি-বিদেশি ৪ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সবার উপস্থিতি ছিল ছোখে পড়ার মতো। বাংলাদেশি কমিউনিটির বাইরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের প্রশাসনিক কর্মকর্তা, স্প্যানিসশ রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতারা। এ ছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তানি ভারতীয় কমিউনিটির নেতারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় বাংলাদেশি কনস্যুলেটর সিনিয়র রামন পেদ্রো, কাতালান সরকারের অ্যাক্সটের্নাল অ্যাকশন, ইন্সটিটিউশনাল রিলেশন ও ট্রান্সপারেন্সির অ্যাডভাইজার আলফ্রেড বোস, কাতালান সরকারের সমতায়ন ও অভিবাসন বিভাগের সেক্রেটারি ওরিঅল আমোরোস, নাগরিকত্ব ও মাইগ্রেশন বিভাগের প্রেসিডেন্ট নুরিয়া কাম্পস, কাতালোনিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফ্রান্সেস রাফোলস।

এ ছাড়া বার্সেলোনার সিটি কর্পোরেশনের সিউদাদ ভেইয়ার প্রেসিডেন্ট মার্ক বোররাস বাতায়া, কাসা এশিয়ার বৈচিত্র্য ও আন্তঃসংস্কৃতি প্রোগ্রামের প্রধান গাইয়ে পাতিন লালয়, কাতালান বামপন্থী দলের নেতা ও কাতালান পার্লামেন্টের সাবেক এমপি রবার্ট মাসি নাহারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা সুষ্ঠু পরিবেশে বর্ণাঢ্য ও বিশাল আয়োজনের জন্য স্পেন বাংলা প্রেসক্লাবের সকল সদস্য ও কার্যনির্বাহী পরিষদকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

তারা বাংলাদেশি কমিউনিটির কাতালানদের এই আনুষ্ঠানিক যোগসূত্রকে একটি পারস্পরিক সহযোগিতা ও সম্পৃতির বন্ধন হিসেবে উল্লেখ করেন।

ইফতারের পরে বিদেশি অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যময় খাবার ও দেশীয় পোশাকে শিশু নারীসহ বাংলাদেশিদের উপস্থিতিকে বর্ণময় সংস্কৃতির মিলনমেলা হিসেবে আখ্যা দেন।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ ও সাধারণ সম্পাদক আফাজ জনি ইফতার অনুষ্ঠান সফল করার জন্য প্রেসক্লাবের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, স্পেন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশি কমিউনিটির সম্মানে গত ১৭ মে রাজধানী শহর মাদ্রিদে ইফতার মাহফিল আয়োজনের পর এবার পর্যটন নগরী বার্সেলোনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Bootstrap Image Preview