Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

উচ্ছেদ ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৯:২১ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৯:২২ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পর্যায়ে নিজ নিজ ভিটে-মাটি থেকে উচ্ছেদ ঠেকাতে ভূমি অধিকার বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (সিডিএ) সহযোগীতায় সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূমিহীন ও মিথ্যা মামলায় হয়রানীর শিকার হওয়া ৫৫টি পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিমলা বালা রায়, ভিএফ সাইফুল ইসলাম ও আমিনা খান রিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রী অনন্ত রায় বলেন, পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বড়চন্ডীপুর গ্রামের খতিয়ান ভুক্ত মূল মালিক জনৈক হনুমান প্রসাদ সরাফ এর থেকে দীর্ঘদিন ধরে অধিয়ার হিসেবে চাষাবাদ করে ভোগ দখল করে আসছিলো তাদের পূর্বপুরুষ। পরবর্তীতে হনুমান প্রসাদ ভারতে চলে যাওয়ায় এসব সরকার কর্তৃক অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষিত হলে তারা ৫৫টি পারিবার মোট ২৫.৭৮ একর জমি লিজ গ্রহণ করে।

তিনি আরও বলেন, বর্তমানে এসব জমি আমরা ভোগদখল করে আসলেও দিনাজপুর কোতোয়ালী থানাধীন ঘাসিপাড়া মহল্লার মৃত কাছিম উদ্দীন চৌধুরীর ছেলে এমদাদুল ইসলাম চৌধুরী ভুয়া দলিল তৈরীর মাধ্যমে এসব অর্পিত সম্পত্তি তার নিজের বলে দাবী করছে।

বিভিন্ন পরিসংখ্যান ও প্রতিবেদনে বর্নিত সম্পত্তি অর্পিত হিসেবে ঘোষিত হলেও মিথ্যা মামলায় জড়িয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা।

এসময় সংবাদ সম্মেলনে ৫৫টি পরিবারের সদস্যরা নিজ নিজ ভিটে-মাটি থেকে উচ্ছেদ হওয়া ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Bootstrap Image Preview