Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বার্সেলোনায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৭:৩৭ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


স্পেনের বার্সেলোনায় স্বাধীনতা কাপ ক্রিকেট সিক্স সাইড টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার শহরের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরষ্কৃত করা হয়। পুরষ্কার বিতরণীশেষে সবার জন্য ইফতারের আয়োজন করা হয়।

গত মার্চ মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-এ বাংলাদেশি বিভিন্ন ক্লাবের মোট আট টি দল অংশ গ্রহণ করে। এর মধ্যে ফাইনাল খেলাটি পুবালী সংস্থা ক্রিকেট দল বনাম সান্তাকলমা ফ্রেন্ডস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয় এবং এতে সান্তাকলমা ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন দলের জন্য পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব কাতালোনীয়ার সভাপতি আশরাফ হোসেন মামুনের সভাপতিত্বে ও ক্রিকেট ক্লাবের সহ সভাপতি এআর লিটুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত পুরষ্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালান পার্লামেন্টের ই'আরসি দলের সাবেক এমপি রবার্ট মাসিহ নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেটর সিনিয়র রামোন পেদ্রো।

বিকেল ৭টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঙালি ক্রিকেট ক্লাব কাতালোনীয়ার সভাপতি নাদিম আশেক এ আরমান, বাদালোনা ক্রিকেট ক্লাবের সভাপতি তুহিন ভুঁইয়া, বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব কাতালোনিয়ার সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন।

অনুষ্ঠানে বার্সেলোনায় বিভিন্ন ক্রিকেট ক্লাবের খেলোয়ারসহ বাংলাদেশী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  
প্রধান অতিথি রবার্ট মাসিহ নাহার তার বক্তব্যে বলেন, স্প্যানিশরা ও তার সরকার খেলাধুলা বিষয়টির প্রতি যথাযত মূল্যায়ন করেন  বলেই ফুটবলের দেশ হিসেবে স্পেন পৃথিবী বিখ্যাত। একইভাবে আমরা আশা করি ক্রিকেট খেলাটাকেও এ দেশে জাতীয়ভাবে আরো পরিচিত করে তুলতে পারবো। তিনি ক্রিকেট নিয়ে স্থানীয় ক্লাবগুলোর কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।

তিনি আরও বলেন, কাতালান সরকার ক্রিকেটির উন্নয়ন ও সহযোগিতার জন্য বাংলাদেশী ক্রিকেট ক্লাবগুলোকে সার্বিক সহযোগিতা যেনো নিশ্চিত করে, সে জন্য তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কাতালোনীয়ার নেতৃবৃন্দরা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ আগামী সেপ্টেম্বরে ২০১৯ অনুষ্ঠিতব্য ত্রি-দেশীয় এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশীদের অংশগ্রহণের কথা ঘোষণা করেন এবং উক্ত খেলায় বাংলাদেশী টিমকে সার্বিক সহযোগিতার জন্য কমিউনিটির সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পরে পরে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Bootstrap Image Preview