Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি: ফখরুল মুন্সী

ওয়াহিদ সোহান, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৫:১২ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৫:১২ PM

bdmorning Image Preview


বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি চেয়ারম্যান এ-এফ-এম ফখরুল ইসলাম মুন্সীকে মালয়েশিয়া আ'লীগের সংবধনা দিয়েছে।

সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইন্টারকন্টিনেন্টাল-এ সংবধনা দোয়া ও ইফতার মাহফিল ও সংবধনার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় ফখরুল ইসলাম মুন্সী বাংলাদেশ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, প্রবাসীরা হলো বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, প্রধানমন্ত্রী এবার তিনটি বিষয় গুরুত্ব দিচ্ছে, দুর্নীতি, সুশাসন, সংগঠন, আজকে যেইভাবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে একটি অনুকরণীয়, অনুসরণীয়।  

তিনি আরও বলেন, আমাদের সততা এবং নিষ্ঠার কারণে দেশের জনগণ আওয়ামী লীগকে বার বার ক্ষমতার আসনে বসাচ্ছে।

সংবধনা দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ মুকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক-কামারুজ্জামান কামাল, সহ-সভাপতি মোহাম্মদ কাইয়ুম সরকার, উপদেষ্টা-জসিম উদ্দিন চোধুরী, সহ মালয়েশিয়া আওয়ামী লীগ এবং তার অঙ্গসংঠনের নেত্রীবৃন্ধ।

Bootstrap Image Preview