Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০১:২৪ PM
আপডেট: ২২ মে ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview


পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য চলছে বাস ধর্মঘট। বাস ও মিনিবাস মালিক সমিতির দুই পক্ষের দ্বন্দ্বে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (২১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম রনি মৃধা।

তিনি জানান, গত কয়েক দিন ধরে বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা ও সেক্রেটারির সঙ্গে অন্য পক্ষের দ্বন্দ্বে, এক পক্ষ বলছে বাস চালাতে অন্য পক্ষ বলছে বাস না চালানোর জন্য। কোনো উপায় না পেয়ে আন্তঃজেলার শ্রমিকদের বাস চালাতে নিষেধ করেছি। মালিকপক্ষ একত্রিত হয়ে ঝামেলা মিটমাট করলেই শ্রমিকরা বাস চালাবেন।

এ দিকে হঠাৎ করে শ্রমিকরা বাস ধর্মঘটের ডাক দেয়ায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

Bootstrap Image Preview