Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৭:২১ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


ঠাকুরগাাঁওয়ে রাণীশংকৈলে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের নিকট হতে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) উপজেলা পরিষদের সামনে জাতীয় কৃষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ও জেলা ওয়ার্কাস পাটির সভাপতি অধ্যাপক ইয়শিন আলী বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য সরকারকে দিতে হবে। কৃষি ফসল লাভজনক করার লক্ষ্যে অধিক পরিমান ভর্তুকি দেওয়ার দাবও জানান তিনি।

উপজেলা কৃষি বিভাগকে উদ্যোশ্য করে সাবেক সাংসদ আরো বলেন, কৃষকের কোন ফসল উৎপাদন করতে কত খরচ হয় তার যথাযথ হিসাব সরকারকে যেন দেওয়া হয়। তাহলে সরকার মাঠ পর্যায়ের কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবে।

জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ওয়ার্কাস পাটির উপজেলা সভাপতি তৈয়মুর রহমান, সম্পাদক লুৎফর রহমান, কৃষক সমিতির সম্পাদক সাদেকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview