Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে ফেরির ধাক্কায় ট্রলার ডুবি : নিহত ১

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৫:৪২ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৫:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালীর কলাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকবাহী বার্জ ফেরির ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে জেলে কাওসার মৃধা (৩৬) নামে এক জেলে নিহত ও জাফর নামে এক অপর জেলে আহত হয়েছে।

শুক্রবার (১০ মে) সকাল ১০টায় পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিহত জেলে কাওসারের বাড়ি কলাপাড়ার লালুয়ার মাঝের হাওলা গ্রামে।  

জেলে এবং কোস্টগার্ড সূত্রে জানা যায়, এ্যাংকর সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে একটি বার্জ ফেরি কলাপাড়া থেকে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে যাচ্ছিল। এসময় মাছ শিকার শেষে ফিরে আসা ট্রলারটিকে ধাক্কা দিলে জেলেদেরসহ লালুয়ার শিপন বিশ্বাসের মাছ ট্রলারটি নদীতে ডুবে যায়।

এসময় ছয় জেলে তাৎক্ষণিক সাঁতরে কিনারে ওঠে এলেও নিখোঁজ থাকে কাওসার। এসময় অপর জেলে জাফরকে অহতাবস্থায় উদ্বার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কোস্টগার্ড (পায়রা বন্দর)। ডুবে যাওয়া ট্রলারসহ নিখোজ জেলেকে উদ্ধারের স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালায়। বিকেল চারটা পয়ত্রিশ মিনিটে জাল টেনে নদী থেকে মৃতাবস্থায় নিখোজ জেলে কাওসার মৃধার লাশ উদ্বার করেছে তারা।    

কোস্ট গার্ড (পায়রা বন্দর) পেটি আফিসার কাওসার আহমেদ জানান, ঘটনাস্থল থেকে বার্জ ফেরিটি জব্দ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে ফেরির ছয় স্টাফকে আটক করে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত ফেরি স্টাফরা হল, খাগরাছড়ির হাতিরখেদা এলাকার ফারুক (২৩) ও জালাল (৩১), বরিশালের ইন্দুকাঠি এলাকার সালাম শিকদার (৫০), বাকেরগজ্ঞের সামপুর এলাকার হাবিব (৩০), বার্জ ফেরির চালক বরিশাল মাধবপাশা এলাকার মেহেদী হাসান (৩০), ব্রাম্মনবাড়িয়ার আশুগজ্ঞ এলাকার সাইদুল হক (৪৫) 

ঘটনার সত্যতা স্বীকার করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ফেরির ছয় স্টাফকে আটক করা হয়েছে। 

Bootstrap Image Preview