Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে নিহত মাদ্রাসা ছাত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০২:২২ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


ধানক্ষেতের মধ্য দিয়ে বাঁশের খুঁটিতে বাঁধা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে নাঈম শরীফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাইম ঢাকা আলীয়া মাদ্রাসা থেকে এ বছর কামিল পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছিলেন। তার পিতা উদয়পুর দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল হাই শরীফ। 

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে বাসার বিদ্যুৎ চলে যাওয়ায় নাইম দেখতে গিয়েছিল লাইনে কোথাও সমস্যা হয়েছে কি না। গিয়ে দেখে বাশের খুঁটিতে বাঁধা বিদ্যুতের তার ধান ক্ষেতের মধ্যে পড়ে আছে। নাইম ওই বাঁশ ধরে তা ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

 

স্থানীয়দের অভিযোগ পল্লীবিদ্যুত কর্তৃপক্ষের গাফেলতি এবং খামখেয়ালিপনার জন্য ভোলায় প্রতিনিয়ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ না কেউ মারা যাচ্ছে। মানুষের বাড়ির ঘরের উপর দিয়ে খোলা তারে বিদ্যুৎ লাইন স্থাপন করায় প্রায়ই দুর্ঘটনার শিকার হয় নিরীহ মানুষ। সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাবাজার এলাকায়। সেখানে পুকুরে গোসল করতে গিয়ে এক সাথে ৪ শিশু কিশোরের প্রাণ গিয়েছিল। তারপরও কর্তৃপক্ষের টনক নড়েনি। মানুষ মারা গেলে ২০ থেকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েই তাদের দায়িত্ব শেষ করেন।

Bootstrap Image Preview