Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বোনাস হিসাবে চালকদের ৩০ কোটি ডলার দেবে উবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০১:১৯ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০১:১৯ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রে রাইডশেয়ারিং প্রতিষ্ঠানগুলো উবার মার্কিন পুঁজি বাজারে তালিকাভুক্তির হবার উপলক্ষে সারা বিশ্বে তাঁদের নির্বাচিত প্রায় ১১ লাখ চালককে প্রায় ৩০ কোটি ডলার বোনাস দেওয়ার পরিকল্পনা করছে ।

যুক্তরাষ্ট্রের উবার সদর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কোম্পানির সফলতার সঙ্গে চালকদের যে সম্পৃক্ততা আছে তার স্বীকৃতি হিসাবেই এই বোনাস দেওয়া হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের কাছে দাবি উবারের এক প্রতিনিধি বলেন, যা আমাদের প্রতিষ্ঠান মার্কিন পুঁজি বাজারে অংশ হতে যাচ্ছে। কিন্তু আমাদের সাথে সংযুক্ত চালকদের সাথে এই অর্জন কখনোই সম্ভব হত না। এক কথায় বলা যায় চালকেরা আমাদের সার্ভিসের প্রাণ। তাদের ছাড়া আমরা সফল হতে পারবো না।

তিনি আরো বলেন,হাজার হাজার মানুষ প্রতিদিন উবারে কাজ করতে আসে এমন লক্ষ্য নিয়ে যাতে সড়ক এবং সড়কের বাইরে তাদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও উন্নত হয়। এর মাধ্যমে ধারাবাহিক আয়, জোরালো ইন্সুরেন্স সুরক্ষা বা চালক ও তাদের পরিবারের সদস্যদের জন্য চার বছরমেয়াদি ডিগ্রির মাধ্যমে আমরা চালকদের অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা অব্যাহত রেখেছি।

Bootstrap Image Preview