Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফণীর প্রভাবে পায়রা নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১০:৩৫ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ১০:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভয়াবহ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর বাঁধ ভেঙে আশপাশের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

আজ শুক্রবার নদীর মেন্দিয়াবাদ গ্রামে বাধঁ ভেঙে ওই এলাকা প্লাবিত হয়।

মেন্দিয়াবাদ গ্রামের বাসিন্দারা জানান, সকালে বেড়িবাঁধ ভেঙে আমার বাড়িতে পানি ঢুকে পড়েছে। রাতের জোয়ারে কি হবে জানি না। গত দুই বছর পর্যন্ত মেন্দিয়াবাদ গ্রামের বাধঁ নির্মাণ করা হয় না।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা আবদুল্লাহ আল জাকী বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে মেন্দিয়াবাদ গ্রামে পায়রা নদীর বাধঁ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করায় সেখানে ছুটে যাই। ওই এলাকাসহ অন্য এলাকার প্রায় তিন হাজার মানুষসহ তাদের গৃহপালিত পশুকেও নিরাপদে আশ্রয়ে নেওয়া হয়েছে। অন্য ইউনিয়নের তেমন কোনো সমস্যা নেই।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, মির্জাগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের মেন্দিয়াবাদ গ্রামের পায়রা নদীর ৪৭/১ নম্বর পোল্ডারের আগে থেকেই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত ছিল। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই পয়েন্ট থেকে গ্রামে পানি ঢুকে পড়েছে। মানুষ যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয় তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

Bootstrap Image Preview