Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তুরস্ক সফরে যাচ্ছেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview


তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের আমন্ত্রণে তুরস্ক সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট এ সফর করবেন।

বৃহস্পতিবার (২ মে) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী জুনে ইউরোপ সফরের পরপরই ট্রাম্প তুরস্ক যাবেন।

আনাদলু ও ডেইলি সাবাহ সূত্রে জানা যায়- তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে এরদোগান ও ট্রাম্প প্রায়ই টেলিফোনে কথা বলেন। যদিও কিছু বিষয়ে উভয় দেশের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দুই রাষ্ট্রপতির মধ্যে সর্বশেষ যোগাযোগের বিষয়ে বলেন, এরদোগান সবসময় ইতিবাচকভাবেই সব বিষয় মোকাবেলা করেন। তাই এরদোগান তুরস্ক সফরে আবার ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী জুনে ব্রিটেন ও ফ্রান্স সফরে যাবেন। ব্রিটেন ও ফ্রান্স সফরের সময়েই তুরস্ক আসার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে তুরস্ক সফর করতে চায়। এ জন্য সম্ভবত এক মাস সময় লাগবে।

তবে সফরের তারিখ এখনও নির্ধারণ হয়নি জানিয়ে তিনি বলেন, এখনও সময় চূড়ান্ত হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই তা নির্ধারণ হবে।

Bootstrap Image Preview