Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুঁজিবাজার হচ্ছে সিংহ আর ছাগলের বাচ্চার খেলা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজার হচ্ছে সিংহ আর ছাগলের বাচ্চার খেলা। এখানে বিনিয়োগ করতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রণয়নের নীতিগত দিক সম্পর্কে মতবিনিময় এর উদ্দেশ্যে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যে দেশের পুঁজিবাজার যত বেশি শক্তিশালী সে দেশের অর্থনীতি তত বেশি শক্তিশালী। এখানে যারা না বুঝে আসে তারাই ক্ষতিগ্রস্ত হয়। পুঁজিবাজারে পাঁচ হাজার কোটি টাকা দিলেও তা শেষ করে ফেলবে।

পুঁজিবাজার ও অর্থনীতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার ছাড়া কোন দেশের অর্থনীতি সফল হতে পারে না। সফল অর্থনীতি পুঁজিবাজার থেকেই আসে।

তিনি আরো বলেন, প্রতিবার বাজেটের বাজেটের আগেই পুঁজিবাজারে ধস নামানো হয়। যা আমাদের বন্ধ করতে হবে।

Bootstrap Image Preview