Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মঠবাড়িয়ায় জলদস্যু ঠেকাতে কমিউনিটি পুলিশিং সভা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৪:৩২ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৪:৩২ PM

bdmorning Image Preview


বলেশ্বর নদ তীরবর্তী জেলেদের জলদস্যু কর্তৃক অপহরণ, চোর ও ডাকাতদের আক্রমণ থেকে রক্ষায় এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে বলেশ্বর হাটে এ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুক্তিযোদ্ধা আ. মান্নান ফরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম), উপ-পরিদর্শক মোঃ জাহিদ হাসান, রেজাউল করিম রাজীব ও স্থানীয় ইউপি সদস্য মো. আফজাল হোসেন প্রমুখ।

ওসি সৈয়দ আব্দুল্লাহ এ সময় নদ তীরবর্তী কোন অপরিচিত লোক দেখলে থানা পুলিশকে খবর দেওয়ার জন্য আহ্বান জানান। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের সাথে লাড়াই করে বেঁচে থাকা জেলের বাল্যবিয়ে বন্ধ ও মাদক সেবন থেকে বিরত থাকার অনুরোধ করেন।

আলোচনা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview