Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদক মামলায় দশ বছরের কারাদণ্ড

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview


পটুয়াখালীতে সোহেল নামের এক মাদক ব্যবসায়ীর দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে পটুয়াখালী জজ কোর্ট।  

সোমবার (১৫ এপ্রিল) সিনিয়র স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ জুলাই সদর থানা পুলিশ শহরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি সোহেলকে সন্দেহভাজন হিসাবে আটক করে। পরে সোহেলের শরীর তল্লাশী করে তার প্যান্টের নীচে হাটুর সাথে আটকানো অবস্থায় ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই দিন সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় ২০১৭ সালের ১৯ জুন সোহেলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।

Bootstrap Image Preview