Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজাপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তরের আগেই ফাটল

খাইরুল, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১০:৩৩ AM

bdmorning Image Preview


ঝালকাঠি রাজাপুরে নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদের ৩ তলা কমপ্লেক্স ভবনটি আনুষ্ঠানিক হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে নব-নির্মিত তিনতলা ভবনটি ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক ঠিকাদারের কাছ থেকে হস্তান্তরের জন্য আসেন।

এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহ-আলম নান্নুসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ভবন নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক ভবনটি পরিদর্শন করেন এবং ভবনটি মুক্তিযোদ্ধ সংসদের কাছে হস্তান্তর না করে ১০ কর্ম দিবসের মধ্যে ঠিকাদার রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা মজিবরকে ভবনটির সম্পূর্ণ ত্রুটি মুক্ত করতে নির্দেশ প্রদান করেন।  

নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণেই ৩ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটিতে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ উপজেলার মুক্তিযোদ্ধারা ভবনটি হস্তান্তরের আগেই ফাটলের বিষয়টি তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান তারা।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেনসহ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের জেলা ও উপজেলার সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ২০১৬-১৭ অর্থ বছরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের বহু প্রতিক্ষিত ও কাঙ্খিত স্বপ্নের ৩ তলা বিশিষ্ট কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৬ সালের ১৪ই ডিসেম্বর স্থানীয় এমপি বজলুল হক হারুন এ ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

Bootstrap Image Preview