Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসায় ভালো হয়েছেন এইচআইভি আক্রান্ত আরেক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাজ্যের এক ব্যক্তি এইচআইভি ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসার মাধ্যমে তার শরীর থেকে এইচআইভি মুক্ত করা সম্ভব হয়েছে। এর আগে মাত্র একজনের ক্ষেত্রে এ ধরনের কাজ সম্ভব হয়েছে।

১০ বছর আগে বার্লিনে আরেক রোগীর শরীর থেকে এইচআইভি ভাইরাস সরানো সম্ভব হয়েছিল। মেরুদণ্ডের জটিল অপারেশনের সময় অন্যের কাছ থেকে রক্ত নেয়ার সময় ওই ব্যক্তি এইচআইভি আক্রান্ত হয়ে পড়েছিলেন।

গত ১৮ মাস ধরে লন্ডনের এই ব্যক্তি এইচআইভি ভাইরাসে আক্রান্ত ছিলেন। তার আগে থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হয়েছে ওই ব্যক্তিকে। গবেষকরা বলছেন, ওই ব্যক্তির শরীরে আর এইচআইভি ভাইরাস নেই। তবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ধরনের ফলাফলে আশাবাদী গবেষকরা। তারা মনে করছেন, সেদিন আর বেশি দূরে নেই, যেদিন এইচআইভি ভাইরাসে আক্রান্তের চিকিৎসা হাতের নাগালে চলে আসবে।

Bootstrap Image Preview