Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রজারের শিরোপা জয়ের সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১১:২৩ AM

bdmorning Image Preview


বিশ্বের দ্বিতীয় পুরুষ টেনিস প্লেয়ার হিসেবে শততম খেতাব জিতলেন ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের মালিক রজার ফেডেরার। শনিবার দুবাই চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে নেওয়ার সঙ্গে সঙ্গেই অনন্য কীর্তি গড়লেন বছর সাঁইত্রিশের এই টেনিস তারকা। 

২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী দুবাইয়ে শুধু ১০০তম খেতাবই নয়, আট নম্বর খেতাব জিতেও নজির গড়লেন। হারালেন গ্রিসের উঠতি তারকা স্টেফানোস চিচিপাসকে ৬-৪, ৬-৪। যাঁর কাছে মাস দু’য়েক আগেই হেরে গিয়েছিলেন অস্ট্রেলীয় ওপেনে। প্রায় ৭০ মিনিটের ফাইনালে ফেডেরারকে ছুঁতে পারেননি চিচিপাস। ১০০ খেতাবের ক্লাবে এত দিন একা জিমি কোনর্স (১০৯ খেতাব) ছিলেন।

সুইস মহাতারকাও এ বার তাঁর সঙ্গে যোগ দিয়ে বলেন, ‘‘প্রথম ট্রফি জিতেছিলাম মিলানে (২০০১ সালে)। দীর্ঘ সফরটা দারুণ গিয়েছে। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি। অবশ্যই রাস্তাটা সোজা ছিল না। বন্ধুবান্ধবের থেকে দূরে থাকতে হয়েছে খেলার স্বার্থে। তবে সেই আত্মত্যাগের মূল্য পেয়ে গিয়েছি।’’ শুধু খেতাবের সেঞ্চুরি করে উচ্ছ্বাসই নয়, পাশাপাশি অবসর নিয়েও কথা  বলেন তিনি। ‘‘একশোতম খেতাব জেতাটা আমার কাছে একেবারে স্বপ্নের মতো। দেখা যাক আরও কত দিন খেলাটা চালিয়ে যেতে পারি। এখন এমন একটা সময় প্রত্যেকটা রেকর্ডই ভাঙতে পারে। শুধু আমার রেকর্ড নয়। আমি খুশি এখনও ফিটনেস ধরে রেখে খেলে যেতে পারছি।’’ 

Bootstrap Image Preview