Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইহুদিসহ কোনো ধর্মের প্রতিই ইরানের কোনো বিদ্বেষ নেই: জারিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিসহ কোনো ধর্মের প্রতিই তেহরানের কোনো বিদ্বেষ নেই।তবে ধর্মের নামে কিছু ইহুদিবাদী মিলে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরাইল নামে যে অবৈধ রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে, ইরান কখনও তা মেনে নেবে না। 

তিনি আরও বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তেহরানের বিরুদ্ধে ‘নাৎসিবাদীদের মতো ইহুদিবিদ্বেষী’ বলে যে অভিযোগ করেছেন তা ‘ঘৃণ্য ও মূর্খতাপূর্ণ। জার্মানির মিউনিখে ৫৫তম নিরাপত্তা সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাইক পেন্সের বক্তব্যকে ‘হাস্যকর ও বিপজ্জনক’ বলেও উল্লেখ করেন। তার মতে, ইসলামী বিপ্লবের পর ইরান আমেরিকার ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর যে চেষ্টা করেছে, তার কষ্ট ভুলতে পারছে না ওয়াশিংটন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গত শুক্রবার পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসিবাদীদের একটি বন্দিশিবির পরিদর্শন শেষে বলেন, ইরান ‘নাৎসিবাদীদের মতো ইহুদিবিদ্বেষ’ ছড়াচ্ছে।

এর পর তিনি শনিবার মিউনিখের নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে দাবি করেন, ইরান আরেকটি হোলোকাস্ট সৃষ্টি করতে চায় এবং যে কোনো মূল্যে তেহরান তা করবেই।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নেতা হিটলারের নেতৃত্বাধীন নাৎসিবাদীদের হাতে কথিত ৬০ লাখ ইহুদি নিহত হওয়ার ঘটনাকে হোলোকাস্ট নামে অভিহিত করা হয়।

Bootstrap Image Preview