Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুষারে ডাকা পড়েছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বরফের নিচে ঢাকা পড়ে আছে কানাডার আলবার্টা থেকে অন্টারিও। তুষারঝড়ে বিপর্যস্থ হয়ে পড়েছে কানাডা। বিমানবন্দরসহ সব জায়গা তুষারে সাদা হয়ে আছে সব। তুষারের সঙ্গে ঝোড়ো বাতাস। রাস্তাঘাট ঢেকে আছে বরফে।

মঙ্গলবার কানাডার বেশিরভাগ এলাকায় এমন ভয়াবহ আবহাওয়া বিরাজ করেছে।

বিমানবন্দরগুলোতে ঠায় দাঁড়িয়ে আছে বিমান; চলছে তুষার সরানোর কাজ। তাতেও কাজ হচ্ছে না। একপাশ থেকে সরানো হচ্ছে বরফ। অন্যপাশ থেকে আবার ঢেকে আসছে। এমন বিরূপ পরিবেশে বন্ধ রাখা হয়েছে অনেক স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান।

মঙ্গলবার সকালে টরোন্টোতে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে প্রবাহিত হয়েছে শক্তিশালী ঝোড়ো হাওয়া। এর আগেই শহরটি ২০ সেন্টিমিটার বরফে ঢেকে যায়। সঙ্গে বৃষ্টি আর তুষারপাতও ছিল। সন্ধ্যায় পরিবেশ আরো খারাপ আকার ধারণ করে। টরোন্টোজুড়ে ট্রাফিক ব্যবস্থা ছিল অচল। বিমানগুলোর উড্ডয়ন বিলম্বিত বা বাতিল করা হয়েছে।

Bootstrap Image Preview