Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জলবায়ু পরিবর্তন, আইএস ও সাইবার হামলা বর্তমান বিশ্বের সব থেকে বড় হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৪ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


জলবায়ু পরিবর্তন, আইএস এবং সাইবার হামলাকে বর্তমান বিশ্বের সর্বোচ্চ হুমকি বলে অভিহিত করেছেন পিউ রিসার্চ সেন্টারের সদ্য গবেষণায় প্রকাশিত এক প্রতিবেদনে। 

সোমবার (১১ ফেব্রুয়ারি) ২৬টি দেশের ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে পিউ রিসার্চ সেন্টার।

এই ২৬টি দেশের মধ্যে কানাডা ও জার্মানিসহ ১৩টি দেশ জলবায়ু পরিবর্তনকে নিজেদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে। ফ্রান্স এবং ইতালিসহ ৮টি দেশ নিজেদের জন্য বৃহত্তর হুমকি মনে করে চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠি আইএসকে। যুক্তরাষ্ট্র ও জাপানসহ ৪টি দেশ রাষ্ট্রীয় মদদকৃত সাইবার হামলাকে বৃহত্তর হুমকি বলে মনে করে। পোল্যান্ডের কাছে সবচেয়ে বড় হুমকি রাশিয়ার ক্ষমতা ও প্রভাব। 

অন্যদিকে অর্ধেকের মতো জার্মান ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাবকে নিজেদের দেশের জন্য বড় হুমকি বলে মনে করেন।

একই সঙ্গে চীন ও রাশিয়ার প্রভাব, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী এবং সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিকে বৃহত্তর হুমকি হিসেবে দেখছেন বেশিরভাগ দেশের নাগরিকরা। 

পিউ রিসার্চ সেন্টারের এসোসিয়েট ডিরেক্টর এবং এই গবেষণার প্রধান লেখক জ্যাকব পোশ্চার বলেছেন, ‘রাশিয়া এবং চীনের মতো বেশিরভাগই দেশ ২০১৩ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাবকে হুমকি বলে মনে করছে। আর ২০১৩ সালের তুলনায় ২০১৮ সালে অনেক বেশি আমেরিকান জলবায়ু পরিবর্তনকে বৃহত্তর হুমকি হিসেবে দেখছে। তবে রিপাবলিকানদের তুলানায় ডেমোক্রেটরা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন।’

Bootstrap Image Preview