Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডে দাবানলের শঙ্কায় ৭০০ জনকে অন্যত্র স্থানান্তর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে দাবানলের আশঙ্কায় সাউথ আইল্যান্ড দ্বীপের ওয়েকফিল্ড শহরের প্রায় ৭০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের আরও প্রায় ৩ হাজার অধিবাসীকে নিরাপদে চলে যেতে বলা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় কেউ ঝুঁকিতে রয়েছে কিনা তা নিশ্চিত হতে আক্রান্ত ২৫০টি বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে পুলিশ ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যমগুলোতে এমন তথ্য দিয়ে খবর প্রকাশিত হয়।

খবরে বলা হয়, পাহাড়সমৃদ্ধ দ্বীপটির শহর ওয়েকফিল্ডের বনবেষ্টিত এলাকায় ভয়াবহ দাবানলের আশঙ্কায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আর যাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই তাদের জন্য একটি স্টেডিয়ামে ওয়েলফেয়ার সেন্টার খোলা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শহরটিতে দাবানল ছড়িয়ে পড়ে। শুক্রবার পর্যন্ত এটি প্রায় ৫ হাজার একর এলাকা ছাড়িয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ দাবি করছে, প্রথমে শহরের একটি খামার বাড়ির বিভিন্ন যন্ত্রপাতি থেকে এই আগুনের সূত্রপাত হয়।

উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্সের ম্যানেজার রিচার্ড কার্বি বলেন, শহরের বিভিন্ন এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে সেগুলো গত চার-পাঁচদিন ধরে ঘটতে পারে। শুষ্ক মৌসুমে এ ধরনের ঘটনা স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সমস্যার কারণ হয়েছে।

এ ছাড়াও অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত নিউজিল্যান্ডের অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চলগুলোতে ছোট ছোট ‘অগ্নিকাণ্ডের' (দাবানল) ঘটনা ঘটেছে। তাসমান সাগর পাড়ের সাউথ আইল্যান্ডের নেলসন শহরসহ আশপাশের অঞ্চলেরও একই অবস্থা। এসব অঞ্চলে প্রায় ৫০ হাজার লোকের বসবাস।

Bootstrap Image Preview