Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইনের আওতায় আনা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং

বিডিমর্নিং ডেস্কঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহক নিজেই ইচ্ছেমত লেনদেন করছেন মোবাইল ব্যাংক, ফোন, অ্যাপস ও ইন্টারনেটের মাধ্যমে। ফলে ডিজিটাল ব্যাংকিংয়ের কোনো নথি নেই।

সংশ্লিষ্ট বিষয়ে কোনো অভিযোগ নিয়ে গ্রাহক অথবা ব্যাংক আদালতে গেলে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রয়োজনীয় নথি উপস্থাপন করার বিষয়ে করণীয় কি হবে; এসব কিছু যুক্ত করে নতুনভাবে প্রণয়ন করা হচ্ছে ‘ব্যাংকার্স বুক ইভিডেন্স অ্যাক্ট’।

‘ব্যাংকার্স বুক ইভিডেন্স অ্যাক্ট’ এর একটি খসড়া তৈরি করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন এ আইন মন্ত্রিসভায় অনুমোদনের পর পাস করানোর জন্য পাঠানো হবে জাতীয় সংসদে।

ডিজিটাল ব্যাংকিং সেবা ও পণ্যগুলো আইনের আওতায় আনতে সরকার নতুন করে ‘ব্যাংকারর্স বুক ইভিডেন্স অ্যাক্ট’ করার উদ্যোগ নিয়েছে। নতুন এ আইন কার্যকর করা হলে ব্যাংকার্স বুক অ্যাক্ট ১৮৯১ এর বিট্রিশ আইনের প্রতিস্থাপন হবে।

নতুন এ আইন কার্যকর হওয়ার পর আদালত চাইলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সর্ম্পকিত পুরোনো নথির সঙ্গে নতুন করে ডিজিটাল ব্যাংকিং সর্ম্পকে তথ্য ও নথি তলব করতে পারবেন।

তখন ব্যাংক হিসাব রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় সরঞ্জামগুলো আইনগত নথি হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। আধুনিক ব্যাংকিং সেবার উপকরণ অটোমেটেড টেলার মেশিন (এটিএম), ইন্টারনেট পেমেন্ট সিস্টেম, ক্রেডিট কার্ডের মতো সেবাগুলো অর্ন্তভুক্ত নয়।

বর্তমানে প্রচলিত বিট্রিশ আইনের না থাকার ফলে নতুন এ লেনদেন (ডিজিটাল) পদ্ধতির কোনো অফিসিয়াল নথি থাকে না, যা দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি খসড়া আইন তৈরি করেছে।

আইনটি নিয়ে বাংলাদেশ ব্যাংক, সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনার পরেই একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে।

এতে বলা হয়েছে আর্থিক খাতে নতুন প্রযুক্তি দ্রুত গতির সঙ্গে ব্যাংকিং শাসন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ব্যাংক তাদের গ্রাহকদের লেনদেন পদ্ধতি সহজতর করার জন্য সব ধরনের ডিজিটাল এবং অনলাইন-ভিত্তিক পণ্য ছেড়েছে।

Bootstrap Image Preview