Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শৌখিনদের ১১৩ ক্লিক নিয়ে ছবিয়ালের ২য় প্রদর্শনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:৫৭ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


প্রকৃতিকে ফ্রেমবন্দি করার প্রয়াস। সপ্তম শ্রেণি থেকেই ছবি তোলার আগ্রহ জন্মে, মোবাইলেই শুরু হয় ছবি তোলা। মোবাইল ফটোগ্রাফি আদলে একটা সময় ধীরে ধীরে আগ্রহটা নেশায় পরিণত হয়। নিজের টাকায়ই সংগ্রহ করেন ডিএসএলআর ক্যামেরা। তুলতে থাকেন সবুজে ঘেরা অবহমান বাংলার ছবি। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের ছবিও তোলেন। ডি এম ফাহাদ রশীদ এভাবেই ছবি তোলার মাঝে ডুবে থাকতে চান, ফটোগ্রাফির নিয়েই গড়তে চান ক্যারিয়ার।

এমনি শৌখিনদের ছবি নিয়ে ২য় বারের মতো 'ছবিয়াল সোসাইটি' আয়োজন করেছে ৩ দিনব্যাপী ফটো এক্সিবিশন। রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারীতে 'ছবিয়াল সোসাইটি' এ আয়োজনের দ্বিতীয় দিন আজ। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ ফটো-এক্সিবিশনে ছবিপ্রেমীদের আনাঘোনা চোখে পরার মতো।

ছবি:- ‘ছবিয়াল সোসাইটি’র ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

গতবছর এপ্রিলে ১ম বারের মতো আয়োজন করেছিল ফটো-এক্সিবিশন। শৌখিনদের ব্যাপক সাড়া পাওয়ায় এবারও 'ছবিয়াল সোসাইটি' সংগ্রহ করে প্রায় সাড়ে তিন হাজার ছবি। এই সাড়ে তিন হাজার ছবি থেকে দুই ভাগে ছবি বাছাই করা হয় এতে মোবাইলে ৫৪ টি এবং ডিএসএলআর এর ৫৯ টি ছবি। এতে ভারত থেকে পাঠানো দুইজনের দুইটি এবং লন্ডন থেকে পাঠানো একজনে দুইটা ছবিও জায়গা করে নিয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

এক্সিবিশন পরিদর্শন করেছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। ছবি:- ‘ছবিয়াল সোসাইটি’র ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

মোবাইল ফটোগ্রাফিতে বেশ আগ্রহ রয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাসনিম হাসান সিনথিয়ার। তিনি বিডিমর্নিংকে বলেন, আমরা সাধারণভাবে যা কিছু দেখি তাকেই ভিন্নভাবে দেখানোর প্রয়াস থেকেই ছবি তুলি। মোবাইলে ছবি তুলতে বেশ আগ্রহ রয়েছে। এবারের 'ছবিয়াল সোসাইটি'র প্রদর্শনীতে আমার দুইটি ছবি প্রকাশ করা হয়েছে।

ছবি:- ‘ছবিয়াল সোসাইটি’র ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

৩ দিনব্যাপী চলমান এ প্রদর্শনীতে চোখে পরে ছবিপ্রেমী তরুদের। প্রতিটি ফ্রেমেই চোখ বুলিয়ে পরখে করছেন ভিন্নতা। এদের অধিকাংশই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণী।

এমনি একজন আফিয়া লাবণ্য। তিনি বিডিমর্নিকে বলেন, আমি ঘুরে বেড়াতে পছন্দ করি। সাথে ছবি তুলতে ও বিভিন্ন আইটেমের ছবি দেখতে। এজন্য ফেসবুকের মাধ্যমে 'ছবিয়াল সোসাইটি'র আয়োজনের কথা জানতে পেরেই চলে আসি এখানে। এখানে বেশকিছু ছবি আমার খুব ভালো লেগেছে। অন্যান্য প্রদর্শনীর চাইতে 'ছবিয়াল সোসাইটি'র আয়োজনটি আমার কাছে ভালো লেগেছে। এখানে ফোনে তোলা অনেক ছবি আছে যা অনেক আর্টস্টিক।

এক্সিবিশনে প্রদর্শনীর প্রধান অতিথি লেখক ও সাংবাদিক আনিসুল হক। ছবি:- ‘ছবিয়াল সোসাইটি’র ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

আয়োজকদের মধ্যে রয়েছেন- বাপ্পি, সাইফুল ইসলাম, রাগিব। তাদের এই আয়োজন নিয়ে সাথে কথা হয় সাইফুল ইসলামের সাথে। তিনি বিডিমনিংকে বিস্তারিত জানিয়ে বলেন, আমরা মূলত শৌখিনদেরকে গুরুত্ব দিয়েই এমন আয়োজন করেছি। যারা শখের বসে ফোনে কিংবা ক্যামেরায় বিভিন্ন ধরণের ছবি ধারণ করে থাকে।

Bootstrap Image Preview