Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দশমিনায় ভিক্ষুকদের পুনর্বাসন

জাহিদ রিপন, পটুযাখালী প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর দশমিনা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন প্রকল্পের আওতায় ৩০ ভিক্ষুককে জীবিকা নির্বাহের কিছু উপাদান প্রদান করা হয়েছে।

আজ বুধবার এ উপলক্ষে এক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান সামছুর রহমান।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ন সচিব মেহেদি হাসান, পুলিশ সুপার মো. মাঈনুল হোসান, উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শওকত, ইউএনও শুভ্রা দাস, উপজেলা আ.লীগের সাধারণসম্পাদক এ্যাড. সিকদার গোলাম মোস্তফা, এমএ ডাবলু, ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাতুব্বার প্রমুখ।

সভা শেষে ৭শ' অসহায়ের মধ্যে কম্বল, ৩০ জন মেধাবী স্কুলছাত্রের মধ্যে বাইসাইকেল ও ৩০ জন দুঃস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Bootstrap Image Preview