Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চীনে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বরফ-তুষার উৎসব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


হাড় কাঁপানো শীতে ঘুরে আসতে পারেন চীন থেকে। আরেকটু নির্দিষ্ট করে বললে চীনের হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্ক্লাপচার ফেস্টিভাল আপনার ঘুরতে যাওয়ার জন্য হতে পারে সবচেয়ে উপযুক্ত জায়গা।

আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তরাঞ্চলে হেইলংজিয়াং প্রদেশে প্রতিবছর বরফ-তুষার উৎসব আয়োজিত হয়। এতে প্রদর্শিত হয় বরফ ও তুষারের তৈরি বিভিন্ন ভাস্কর্য। চীনের এই উৎসবটিই বিশ্বের সবচেয়ে বড় বরফ-তুষার উৎসব হিসেবে বেশ খ্যাত।

এবার বরফ-তুষার উৎসবে ১ লাখ ১০ হাজার ঘনমিটার বরফ এবং ১ লাখ ২০ হাজার ঘনমিটার তুষার ব্যবহার করা হয়েছে। এছাড়া ৪ হাজার ৫০০ বর্গ ঘনমিটার তুষারের সাহায্যে তৈরি করা হয়েছে একটি বুদ্ধ মূর্তি।

প্রতিবছর ৫ জানুয়ারি উৎসবটি শুরু হয় এবং যা শেষ হয় ৫ ফেব্রুয়ারি। মাসব্যাপী চলা এই উৎসবের আকর্ষণীয় কিছু ভাস্কর্য অনেক সময় উদ্বোধনী অনুষ্ঠানের আগেই পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

জানা গেছে, ১৯৮৫ সাল থেকে চীনে এই বরফ-তুষার উৎসব আয়োজিত হয়ে আসছে। দর্শনার্থীরা এখানে বিশ্বের ১২টি দেশের তৈরি ভাস্কর্য দেখার সুযোগ পাবেন। এতে প্রবেশ করতে ৪৮ ডলার ব্যয় হয়। 

Bootstrap Image Preview