Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বজুড়ে জমকালো আয়োজনে বর্ষবরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজনৈতিক, বাণিজ্যিক, ধর্মীয় বিভিন্ন চ্যালেঞ্জের মাঝে বিদায়ের ঘণ্টা বেজে গেল ২০১৮ সালের। পুরনো বছরের সব দুঃসহ স্মৃতি মুছে ফেলে খ্রিষ্টীয় নতুন বছর ২০১৯ সালকে বরণ করে নিতে শুরু করেছে বিশ্ববাসী। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে জমকালো আয়োজনে বরণ করে নেয়া হয়েছে নতুন বছরকে।

বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে রাতের আকাশকে আলোকিত করে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। ২০১৬ সালকে প্রথমেই বরণ করে নেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। উৎসবে মাতে হংকং, সিঙ্গাপুর ও বেইজিংয়ের মতো বড় বড় শহরগুলো।

ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যেও থেমে থাকেনি বর্ষবরণের উৎসব। লন্ডনে আতশবাজি দেখতে জড়ো হন লক্ষাধিক মানুষ। নতুন বছরের কাউন্টডাউন করতে জার্মানির রাজধানী বার্লিনে সমবেত হওয়া মানুষের সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। আর স্পেনের রাজধানী মাদ্রিদে বর্ষবরণে শামিল হন ২৫ হাজার মানুষ।

নিউজিল্যান্ড

তবে নতুন বছর ২০১৯ সালকে জমকালো আয়োজনে বিশ্বে প্রথম স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। দেশটির অকল্যান্ডের বাসিন্দারা ৫০০ কেজির আঁতশবাজি পুড়িয়ে নতুন বছরকে প্রথম স্বাগত জানায়।

দেশটির ইংরেজি দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, অকল্যান্ড হারবার ব্রিজ ও স্কাই টাওয়ারে বর্ণাঢ্য আলোকসজ্জায় ২০১৯ সালকে স্বাগত জানিয়েছে কিউইরা। আর এর মধ্য দিয়ে বিশ্বে সবার প্রথমে বর্ষবরণ করল তারা।

নতুন বছরকে বরণ করে নিতে প্রায় ৬ মাস আগে থেকেই এ উৎসবের প্রস্তুতি নিয়েছিল অকল্যান্ড শহর কর্তৃপক্ষ। স্কাই টাওয়ারে ৫ মিনিটের আলোকসজ্জায় ব্যয় করেছে কয়েক কোটি টাকা।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ারবৃহত্তম শহর সিডনি হারবোরে প্রায় ১০ লাখ মানুষ সমবেত হয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে। শহরের প্রত্যেকটি এলাকায় আয়োজন করা হয় চোখ ধাঁধানো সোনালি, পার্পল ও সিলভার রঙয়ের আঁতশবাজির। নতুন বছর বরণে মেতে উঠে শহরের সব শ্রেণি পেশার মানুষ।


ফিলিপাইন

সরকারি কঠোর বিধি নিষেধ সত্ত্বেও অস্ট্রেলিয়ার এই দেশে ২০১৯ সালকে বরণ করে নিতে অনেকেই আঁতশবাজির আয়োজন করে। তবে গত ১০ দিন ধরেই দেশটিতে আঁতশবাজির ঝলকানি চলে আসছিল। আনন্দ উদযাপনে শক্তিশালী আঁতশবাজির বিস্ফোরণে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে ফিলিপাইনে।

কিরিবাতি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র কিরিবাতি সবার আগে ২০১৯ সালকে নীরবে বরণ করে নিয়েছে। জলবায়ু পরিবর্তনের জোরালো ধাক্কায় বিপর্যস্ত কিরিবাতিতে এবারের বর্ষবরণে তেমন কোনো আয়োজনই করা হয়নি।

এছাড়াও উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, থা্ইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়ায় শুরু হয়েছে নতুন বর্ষবরণ।

Bootstrap Image Preview