Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বে টিকে থাকা রাজপরিবারের সুন্দরী নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের বিভিন্ন দেশে এখনও কিছু রাজপরিবার টিকে আছে। যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে যেমন রাজপরিবারের অস্তিত্ব আছে ঠিক তেমনি ল্যাতিন আমেরিকার দেশ স্পেন থেকে শুরু করে এশিয়ার ইন্দোনেশিয়ায় কিংবা মালশেয়িাতেও টিকে আছে রাজপরিবার। এছাড়া নেপাল ভুটানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেও আছে।

প্রিন্সেস টুঙ্কু মায়রা। তিনি মালয়েশিয়ার রাজবধূ। শুধু রাজবধূ নন তার নিজেও রাজপরিবারের সন্তান।

ডেনমার্কের যুবরাজ ফ্রেডরিকের স্ত্রী। ফ্রেডরিক দেশটির পরবর্তী রাজা। আর রাজা হলে তিনি হবেন

বেলজিয়ামের যুবরাজকে ২০০৩ সালে বিয়ে করেন প্রিন্সেস ক্লারি

জারা টিন্ডাল কুইন এলিজাবেথ এর সবচেয়ে বড় কন্যা। ইংলান্ডের সাবেক রাগবি খেলোয়ার মাইক টিন্ডালির স্ত্রী।

মনোহরা ওলেডিয়া। রাজপরিবারের বিতর্কিত এক নারী। এক সময় তিনি ইন্দোনেশিয়ার মডেল ছিলেন। পরে মালশেয়ার যুবরাজ টেঙ্কু ফাখরিকে ২০০৮ সালে বিয়ে করেন।

ভিক্টোরিয়া অব সুইডেন। সুইডেনের প্রিন্সেস তিনি। আগামীতে রাণীর আসনে বসবেন।

কুইন রানিয়া। তিনি জর্ডানের বর্তমান রাণী। শিক্ষা, স্বাস্থ্য ও তরুণদের নিয়ে কাজ করে বিশেষ খ্যাতি আছে তার। ইউরিভার্সিটি অব রোম থেকে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে স্নতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ভুটানের প্রিন্সেস সোনম। স্টামফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নতকোত্তর ডিগ্রি আছে তার ঝুলিতে। তিনি ভুটানের রাজার চতুর্থ কন্যা।

ল্যাতিন আমেরিকার দেশ স্পেনের রাণী তিনি। নাম কুইন লেতিজিয়া। অবশ্য তিনি একসময় সাংবাদিক ও সংবাদ উপস্থাপক ছিলেন। ২০০৪ সালে কিং ফিলিপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

ভুটানের রাণী জেস্তুন পেমা। অবশ্য সবাই তাকে চেনে ড্রাগন কুইন নামে। তিনি ভুটানের রাজা জিগমি খেসারের স্ত্রী।

Bootstrap Image Preview