Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সৌন্দর্যের লীলাভূমি কমলগঞ্জের মাধপুর লেক এবং চা বাগান

রাজকুমার সেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১০:২৩ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১০:২৩ PM

bdmorning Image Preview


কমলগঞ্জ উপজেলায় অবস্থিত মাধপুর লেক এবং চা বাগান। দর্শনীয় মাধপুর লেক বয়ে গিয়েছে সারি সারি টিলা। লেকের চারপাশে বেশিরভাগ পাহাড় ও টিলায় চা বাগান। এই লেকের পানি সব সময় ছেয়ে থাকে নীল, সাদা রঙের পদ্ম ফুল। লেকটি এতটাই উচু ক্যামেরায় পুরো লেকটিকে ধারণ করা অসম্ভব। লেকের উপর দিয়ে সব সময় বাতাস বয়ে চলায় লেকটিকে নদী অথবা শান্ত সাগরের মত দেখায়। এই লেকের নীল, সাদা পদ্ম ফুলগুলো বহুদূর থেকে এতটাই জ্বলজ্বল করে যেন মনে হয় পদ্মফুলগুলোর ওপর কেউ নিপুণ হাতে শিল্পকর্ম করেছে।  লেক থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে।

কিভাবে যাবেন:

এই লেকটি ঢাকা থেকে প্রায় ২০৭ কিলোমিটার এবং মৌলভীবাজার থেকে প্রায় ৩৯.৩ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে সোহাগ পরিবহন, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, টি আর ট্র্যাভেলস সহ বিভিন্ন বাস শ্রীমঙ্গলের পথে চলাচল করে। এছাড়া ঢাকা থেকে কালিনী এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস ট্রেনগুলো সিলেটে যাবার পথে শ্রীমঙ্গলে যাত্রাবিরতি করে। এছাড়া আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছে তারপর শ্রীমঙ্গলে যেতে পারেন আপনি।

শ্রীমঙ্গলে পৌঁছে আপনি সিএনজি অটোরিকশা অথবা বাসে করে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক ধরে এই চা বাগানে পৌছাতে পারেন। এছাড়া আপনি ঢাকা থেকে সিলেটে পৌঁছে তারপর এখানে আসতে পারেন। সিলেট থেকে ৯৪.২ কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগানে আপনি বাসে করে আসতে পারেন।

কিভাবে পৌঁছাবেন:

শ্রীমঙ্গল উপজেলা হয়ে কমলগঞ্জে  আসতে হবে। আপনি সড়কপথে এবং রেলপথে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে যেতে পারবেন। তবে, আকাশপথে সিলেটে পৌঁছে সেখান থেকেও আপনি শ্রীমঙ্গলে আসতে পারেন।

রাস্তা যোগে:

রেল পথে

ঢাকা থেকে শ্রীমঙ্গলের মধ্যে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। শ্যামলী পরিবহনঃ
•    প্রধান কার্যালয়ঃ ২৫/বি-১, খিলজি রোড, মোহাম্মাদপুর, শ্যামলী, ঢাকা, ফোনঃ ৯১২৪১৩৯;
•    কলাবাগান কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯১৪১০৪৭, ০১৭১-১১৩০৮৬২;
•    উত্তরা কাউণ্টার, আব্দুল্লাহপুর ঢাকা, ফোনঃ ০১৭১২৮৩৯১১১;
•    কল্যাণপুর কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯০০৩৩৩১;
২। গ্রীনলাইন পরিবহনঃ
৯/২, আউটার সার্কুলার রোড (মমিনবাগ), রাজারবাগ, ঢাকা, ফোনঃ ৮৩৩১৩০২-৪, ৮৩৫৩০০৪-৫;
৩।হানিফ এণ্টারপ্রাইজঃ
২২/৩, ব্লক-বি, কলেজ গেইট, ঢাকা, ফোনঃ ৯০০৮৪৮০;

কোথায় থাকবেন:

১। শ্রীমঙ্গল টি-রিসোর্টঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৭% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
বাংলোঃ ৩৫০০/- টাকা থেকে ৫৫০০/- টাকা পর্যন্ত; স্যুইটঃ ৩৫০০/- টাকা; আইপি রুমঃ ২৫০০/- টাকা;

কি করবেন:
১। লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন।
২। লেকের পাশে হাঁটার জন্য রয়েছে প্রায় ৮-১০ কিলোমিটার পথ। আপনি সেই পথ ধরে হাঁটতে পারেন।
৩। চা বাগানের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছবি তুলতে পারেন।

Bootstrap Image Preview