Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এশিয়ার সেরা আবেদনময় বিটিএসের সদস্যরা, ৪৮ নম্বরে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:২২ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:২২ AM

bdmorning Image Preview


ব্রিটিশ সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’ প্রতিবছরের মতো এবারও এশিয়ার সেরা আবেদনময় তারকার একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় জায়গা করে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার গানের দল বিটিএসের সদস্যরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পাকিস্তানের মডেল আলী জাফর, ভারতের টেলিভিশন তারকা ভিভিয়ান ডিসেনা, অভিনেতা শহীদ কাপুর ও ঋতিক রোশন। এই তালিকার শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএসের সব সদস্য।

৬৬ বছর বয়সী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এশিয়ার অন্যতম সেরা আবেদনময় পুরুষ হয়েছেন। ইমরান খান তালিকার ৪৮ নম্বরে আছেন। সেরা ৫০ জনের তালিকায় আছেন পাকিস্তান আর ভারতের ছোট ও বড় পর্দার তারকা, সংগীতশিল্পী ও মডেল আলী জাফর। তিনি তালিকার ৮ নম্বরে আছেন।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন ভারতের টেলিভিশন তারকা ভিভিয়ান ডিসেনা। ‘পেয়ার কি এক কাহানি’ ও ‘মধুবালা—এক ইশক এক জুনুন’ তারকা ভিভিয়ান এর আগে সেরা আবেদনময়ের তালিকায় ছিলেন। এরপরই আছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। আর তালিকায় চতুর্থ অবস্থানে আছেন ব্রিটিশ ও পাকিস্তানের সংগীতশিল্পী জেইন মালিক। এর পরই ঋতিক রোশন। ভারতের টিভি অভিনেতা মহসিন খান ও গুরমিত চৌধুরী ষষ্ঠ ও সপ্তম স্থানে আছেন। তালিকায় আছেন বিরাট কোহলিও।

সাত সদস্যের দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএস ব্যাংটন বয়েজ এর কয়েকটি গান জায়গা করে নেয় মার্কিন বিলবোর্ডের সেরা ২০০ গানের মধ্যে। ২০১৬ সালে ‘ফোর্বস’ ম্যাগাজিনে সবচেয়ে বেশি টুইট করা হয়েছিল বিটিএস ব্যান্ডকে নিয়ে।

২০১৭ সালে বিটিএস বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড আয়োজিত ‘টপ সোশ্যাল আর্টিস্ট অ্যাওয়ার্ড’ অর্জন করে। ২০১৭ সালে তারকাদের মাধ্যমে সর্বাধিক টুইট হয়েছে, যা পেছনে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তারকা জাস্টিন বিবারকে।

Bootstrap Image Preview