Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল নিহত

 সিরাজগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ AM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে সেনাবাহিনীর এক ল্যান্স কর্পোরাল নিহত হয়েছে। নিহত জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসান নগরের নজরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১২ দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, রাত ১২টার দিকে ঢাকা থেকে একটি ট্রাক কয়েকজন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের গোল চত্বর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখi সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল জাহিদুল ইসলাম নিহত ও অন্তত ৭ যাত্রী আহত হয়। 

নিহত জাহিদুল ইসলাম রংপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। মিশনে যাওয়ার জন্য তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল সেনানিবাসে এসেছিলেন। তিন দিনের ছুটিতে তিনি ঘাটাইল থেকে চুয়াডাঙ্গায় বাড়ি ফিরছিলেন।

Bootstrap Image Preview