Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কথা দিচ্ছি আপনাদের সাথে এক হয়ে কাজ করব: মিজানুর রহমান

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আজ থেকেই কাজ করতে হবে। আমি কথা দিচ্ছি আমি আপনাদের সাথে এক হয়ে কাজ করব। আজকের এই জনস্রোত দেখে বোঝা যাচ্ছে আগামী ৩০ তারিখের নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ২টায় দোয়ারাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

বিগত দিনে নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন। জনগণের ভোট ছাড়াই অবৈধ্যভাবে জনগণের প্রতিনিধি হয়েছেন নৌকার প্রার্থীরা। কিন্তু বিগত দশ বছরে ছাতক দোয়ারাবাজার এলাকায় কোনো ধরণের উন্নয়ন হয়নি, জনগণের আশা আকাঙ্খার কোনো কিছুরই বাস্তবায়ন হয়নি। অবৈধ জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয়, তা প্রমাণিত।

তিনি বলেন, এলাকার যা উন্নয়ন হয়েছে, তা হয়েছে বিএনপির সাবেক জনপ্রতিনিধি কলিম উদ্দিন মিলনের আমলে। ছাতক দোয়ারাবাজার এলাকাবাসী আবারো তাদের উন্নয়নের জন্য আবারো ধানের শীষের বিজয় নিশ্চিত করবে এই আশা রাখি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী জনসভায় বক্তৃতায় আরও বলেন, ধানের শীষ প্রতীককে জনগণের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। বিএনপির উন্নয়ন কাজের বর্ণনাও নতুন করে দেওয়ার নেই। জনগণ তা নিজের চোখেই দেখেছেন।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের ছাতক দোয়ারাবাজার এলাকায় আমাদের নেতা কর্মীদের মধ্যে ভেদাভেদ, কোন্দল, মনমালিন্য নেই আমরা ঐক্যবদ্ধ্য। আগামী ৩০ তারিখের নির্বাচনে বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে নেত্রীকে মুক্ত করতে হবে, আর এ জন্য আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে হবে, এক হয়ে কাজ করতে হবে।

জনসভায় বক্তব্য রাখেন- দোয়ারাবাজার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা সেচ্চাসেবক দলের সভাপতি এরশাদুর রহমানসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।

Bootstrap Image Preview